“গিট্টু দা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
গিটু দা’র গিটু! সেকি আর বলতে? যারা এই গিট্টতে পড়েছে, তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। গিটু কিশাের ক্লাবের গিটু বাহিনীর তুষার, আল আমিন, শান্তি, অমিত, আকাশ কিছুটা বুঝেছে। গিটু দা’র মতাে তারাও উঠছে এক একটা জিনিয়াস হয়ে। এইতাে সেদিন ক্রিকেট ম্যাচে কী কাণ্ডই না ঘটিয়ে ছাড়লাে!
যাক সে কথা। গিট্ট দা’ ও তার বাহিনীর গল্প বলে শেষ করা যাবে না। তারচে বরং পড়েই আনন্দ পাক শিশু-কিশােররা। আপাতত তাদের জন্য গিটু কিশাের ক্লাব সিরিজের ‘গিটু দা’ বইয়ে থাকছে আটটি গল্প।