“আনিসুল আরওয়াহ বা আত্মার বন্ধু” বইটির অগ্রকথা থেকে নেয়াঃ
আনীসুল আরওয়াহ নামক কিতাব খানার অনুবাদ করে দেখা গেল, পুস্তকের কলেবর যার পর নেই ক্ষুদ্র হচ্ছে, তাই দলীলুল আরেফীন নামক আরেক খানা মূল্যবান কিতাবের অনুবাদও এর সাথে মিলিয়ে দিলাম। যাতে করে পুস্তকটির আকার কিছুটা বৃদ্ধি পায়। তবে সত্যি যে, একাজটি মােটেই অপ্রাসঙ্গিক বা অসামঞ্জস্য হয়নি। কারণ আনীসুল আরওয়াহ রয়েছে হাদীসে যমান এবং কুতুবে দাওরান হযরত ওছমান হারুনী (রহঃ)-এর ওয়াজ এবং তা লিপিবদ্ধ করেছেন। অলীকুল শিরােমণি খাজা মঈনুদ্দীন চিশতী আজমীরী (রহঃ)। আর দলীলুল আরেফীনে রয়েছে, অলীকুল শিরােমনি খাজা মঈনুদ্দীন চিশতী আজমীরী (রহঃ)-এর ওয়াজ এবং তা লিপিবন্ধ করেছেন বিশ্বখ্যাত অলী হযরত কুতুবুদ্দীন বখতিয়ার কাকী (রহঃ)। দুজনেরই ওয়াজ ও বক্তব্যগুলাে একই ধরনের আধ্যাত্মিক উপদেশ এবং শিক্ষামূলক অসংখ্য কাহিনী সমৃদ্ধ। কোন প্রভেদ নেই। যারা আল্লাহ পাকের পথের পথিক, তাদের জন্য এই পুস্তিকা আত্মার বন্ধুরূপেই বিবেচিত হবে।