বেদেবহর থেকে হারিয়ে যাওয়া এক অবুঝ শিশুর নাম ঝিনুক। একদিন তিতাস পাড়ের কিছু মানুষের নজরে আসে ওকে। তখন সে বালক। তারা তাকে প্রকৃতির কোল থেকে তুলে এনে মানব-সমাজে আশ্রয় দেয়। কিন্তু হাওয়ার মতাে, নদীর মতাে, আকাশের মতাে দামাল ঝিনুকের বেড়ে ওঠা ও চলাফেরা। এককেন্দ্রীক অনুদার এ সমাজ তাকে কিভাবে দাস বানাবে? সে চলে তার খেয়াল-খুশি মতাে। তার জগতে প্রকৃতি, পশুপাখি, নদী, আকাশ ও মানুষের এক রং; ওর নিয়ত বসবাস সেখানেই। কিন্তু সমাজ তা বুঝবে কেন? তবু শেষ পর্যন্ত। ভালােই বাসতে হয় তিতাস নদীর চারপাশের প্রকৃতির মতাে রহস্যময় অথচ প্রাণবন্ত, সাহসী, উদার ও উপকারী এ ঝিনুককে।