তুহিন তুমি প্রস্তুত হও, তােমাকে অনেক কাজ করতে হবে। তুহিন বিস্মিত হয়ে বলে, কে, কে আপনি? আমি তােমাকে সাহায্য করতে এসেছি। কেন এসেছেন, কোথা থেকে এসেছেন? তা বলা যাবে না তবে এটুকু বলতে পারি, তুমি এক ব্যতিক্রম বালক, তাই তােমাকে সাহায্য করার ব্যাপারে নির্দেশনা আছে।। কার নির্দেশনা, কিসের নির্দেশনা? তাও বলা যাবে না। আপনি শুধু শুধু আমাকে সাহায্য করবেন কেন? প্রয়ােজন আছে। আপনি যেই হােন আমার সম্মুখে আসুন এবং কাছে এসে বলন আমাকে কিভাবে সাহায্য করতে চান? ভরাট কণ্ঠ তুহিনের কথায় সারা দিয়ে পুনরায় একই ভাবে বলে, তুহিন আমরা তােমাকে বেশ কয়েকটি ধাপে সাহায্য করবাে। আমি কিছুতেই বুঝতে পারছি না কিসের সাহায্য, কেমন সাহায্য! তুমি ধীরে ধীরে সব বুঝে যাবে। তার কি কোনাে প্রয়ােজন আছে? প্রয়ােজনের ব্যাপারটা পূর্ণ ব্যাখ্যা করা যাবে । তবে শুনে রাখাে পরিষ্কার নির্দেশনা আছে তােমাকে সাহায্য করার। আচ্ছা আপনি যেই হােন, ঠিক এ মুহূর্তে কি করতে চাইছেন? আমরা তােমার মস্তিষ্কে একটি অদৃশ্য সেন্সর বসিয়ে দেব।