“ভয়ংকর ভূতের গল্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
পৃথিবীতে এমন কিছু শক্তি, এমন কিছু অলৌকিক জিনিস আছে, যারা যখন-তখন, যেখানে-সেখানে, যেমন ইচ্ছে গমন করতে পারে। সমস্ত সৃষ্টির রূপ ধরতে পারে। তারা যেমন মানুষ হয়ে মানুষের পাশে ঘুর ঘুর করতে। পারে, তেমনি চোখের পলকে আবার অদৃশ্যও হয়ে যেতে পারে। আমরা মানুষ যারা তাকে ঐভাবে, ঐরূপে দেখেছি কিংবা অনুধাবন করেছি, তারাই কেবল তাকে বিশ্বাস করি। ভূতের অস্তিত্বকে স্বীকার করি । বিভিন্ন নামে সেটাকে মানুষের সামনে প্রকাশ করি । হতে পারে সেটা ভূত, প্রেত, ডায়নি ইত্যাদি ইত্যাদি। আর যারা দেখিনি, অনুধাবনও করিনি, তারাই কেবল বলি, ভূত বলে কিছু নেই। তবে ভূত নামে থাক বা অন্য নামে থাক, এই ধরনের একটা শক্তি যে পৃথিবীতে আছে, সেটাই সত্যি।