“সেরা ভূতের গল্প (ব্রাম স্টোকার)” বইটি সম্পর্কে কিছু কথা:
ড্রাকুলা’খ্যাত লেখক ব্রাম স্টোকার বেশ কিছু হরর এবং ভৌতিক গল্প লিখেছেন, যেগুলাের বেশির ভাগ Dracula’s Guest বইতে সংকলিত হয়েছে। এ বইয়ের সাতটি গল্প ‘ড্রাকুলা’স গেস্ট থেকে নেয়া। বাদবাকিগুলাে অন্যান্য সংকলন থেকে গৃহীত। এসব সংকলনের মধ্যে 16065 weird stories, Ghost Anthology, Best Ghost Stories ইত্যাদি। সম্পাদিত এসব গ্রন্থে অন্যান্য লেখকদের সঙ্গে ব্রাম স্টোকারের গল্পও ছিল। তবে মজার ব্যাপার তার কয়েকটি গল্পের ভিন্ন ভিন্ন নাম পেয়েছি বিভিন্ন সম্পাদিত সংকলনে। যেমন ‘দ্য লিভিং কফিন’ গল্পটি একটি সংকলনে ভিন্ন নামে পেয়েছি। দ্য লরেলস’-এর কথাও এক্ষেত্রে প্রযােজ্য। এ গল্পগুলাে ভিন্ন নামে ভিন্ন প্রকাশনীতে ছাপা হয়েছে। কাজেই বলা মুশকিল মূল গল্পের নাম কী ছিল কিংবা ছদ্মনামে কেউ ব্রাম স্টোকারের গল্প লিখেছেন কিনা! সে যাই হােক, গল্পগুলাে খাটি ভৌতিক ছিল বলে বর্তমান গ্রন্থটিতে স্থান পেয়েছে। তবে এ বইয়ের সব গল্পেই ভূত নেই, তবে ভুতুড়ে আবহ আছে। যেমন ‘দ্য স্ক’ ব্রাম স্টোকারের খুবই বিখ্যাত একটি গল্প। এটি পড়লে গায়ের রক্ত হিম হয়ে যায়। এতে ভূত নেই, যদিও প্রতিহিংসাপরায়ণ বিড়ালটিকে পাঠকের মনে হবে ওটার ওপর ভূত ভর করেছে। এ গল্পটির জন্য লেখক-অনুবাদক শরীফুল ইসলাম ভূঁইয়ার কাছে কৃতজ্ঞতা। দ্য জিপসি প্রফেসি’তেও আমরা সরাসরি ভূতের দেখা পাই না তবে ভুতুড়ে একটা আবহের আস্বাদন লাভ করি। গ্রানি’তে যে দাদিমার গল্প বলা হয়েছে তা যেকোনাে ভৌতিক চরিত্রকে হার মানায়। এ গল্পটিও বুকে কাঁপন ধরিয়ে দেয়।