“প্রেমাণুকাব্য এবং তুমি”বইটির প্রথম ফ্লাপের কিছু কথা:
জয়াশিস বণিক সদা হাস্যোজ্জ্বল মানুষ। হাসাতেও জানেন; হাসাতে যে জানেন এটা বুঝলাম প্রকাশকের দায় থেকে লেখাগুলাে যখন পড়তে শুরু করলাম। আনন্দ বিষাদ যেন এখানে পাশাপাশি। অবাক হয়ে উপলব্ধি করলাম আনন্দ দ্যুতি মিশে আছে যেন সকল বিষাদে। মানুষের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি, হাসি, আনন্দ, দুঃখবােধ যেন একত্রিত করারই এক প্রচেষ্টায় পরিপূর্ণ তার প্রথম নিবেদন ‘প্ৰেমাণুকাব্য এবং তুমি’। যে কথাগুলাে সহজে বলা হয়ে উঠে না কোনদিন- সে প্রেম. ভালােবাসা, বিষাদ যাই হােক না কেনসেই কথাগুলােই যেন দুই-চার লাইনের ফ্রেমে বন্দী করেছেন। লেখাগুলাে পাঠকের বিগত জীবনের প্রেমানুভূতি আনন্দ, দুঃখবােধকে স্বল্প সময়ের জন্য হলেও সামনে এনে দাঁড় করিয়ে। দিবে। হয়তাে এরই নাম মন ছুঁয়ে যাওয়া। অণুকবিতাগুলাে যদি পাঠকের ঠোটের। এককোণে হাসি, একটু তৃপ্তি, একটু অতৃপ্তি কিংবা একটু প্রত্যাশার অনুভূতি তৈরি করে তবেই আমাদের শ্রম সার্থক হবে।