“নৈবেদ্য” বইয়ের সংক্ষিপ্ত কথা:
ছােটগল্প আমাদের বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। সব লেখকই তাই চেষ্টা করেন সাহিত্যের এ ধারায় নিজেকে সমৃদ্ধ করতে। নৈবেদ্য গল্পগ্রন্থের লেখক ফখরুদ্দিন মাহমুদের গল্পে সে চেষ্টা স্বতঃস্ফূর্তভাবে মূর্ত হতে দেখা যায়। একজন গল্পকারের যে দৃষ্টিভঙ্গিটা গল্পকে প্রাণবন্ত করতে সহায়তা করে তার গল্পগুলাের বুনােটে তা সুস্পষ্ট। যেখানে মানবজীবনের নানা অনুষঙ্গ তিনি বাস্তবতার নিরিখে সুনিপুণভাবে তুলে ধরেছেন। প্রতিটি গল্পেই সাহিত্যিক হিসেবে তার মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়। যা পাঠে পাঠক যেমন পুলকিত হবেন, তেমনি লেখক-সত্তাও হবে সমৃদ্ধ। ফখরুদ্দিন মাহমুদের নৈবেদ্য গল্পগ্রন্থে বিভ্রান্তি, ইচ্ছেমৃত্যু, মূল্যবােধের একদিন, ছােবল, নৈবেদ্য, অবনত মস্তকে ক্ষমা চাই করজোড়ে, মাটির ঘর, গুবরে পােকা, নিন্দিত নন্দনে, শােধ, বােধন, দহন, প্রজেক্ট প্রশ্ন ব্যাংক, মায়াবী জলের বাঁধন শিরােনামযুক্ত মােট ১৪টি গল্প মলাটবন্দি হয়েছে।