“চৌহদ্দি সুনির্দিষ্ট নয়” বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: রাত যত গভীর হতে থাকে মানুষ তত একা হয়ে যায়। চারপাশে সবকিছু থাকলেও নিজেকে ভীষণ নিঃস্ব মনে হতে থাকে। ঠিক মধ্যরাতে সত্য আর মিথ্যার একধরনের বিভ্রম তৈরি হয়। একাকী মানুষ তখন সেই বিভ্রমের জালে জড়িয়ে পড়ে। পৃথিবীর নিয়তিতে বাধা সেই মানুষগুলাের কাছে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে ভ্রম হয়। যারা সেই সত্য আর মিথ্যার বিভ্রমটা ধরে ফেলতে পারে, তাদের জীবনের চৌহদ্দি সুনির্দিষ্ট হয়। যারা সেই বিভ্রমটা ধরতে পারে না, তাদেরকে জীবনভর পথে পথে ঘুরে বেড়াতে হয়।