“ব্যাঙ ও ইঁদুর” বইটি সম্পর্কে কিছু কথা:
ব্যাঙ ও ইঁদুর একটি শিশুতোষ নীতিশিক্ষার গল্পের বই। যেখানে একটা বটগাছের নিচে ছিলো একটা পুকুর আর সেই পুকুরে বাস করতো একটি ব্যাঙ। এই ব্যাঙ ও ইঁদুরকে নিয়েই এই গল্পটি রচিত। শিশুরা এমন গল্পের ছলে নীতিশিক্ষা শিখতে পারবে।