আছি এক কোণে, আছি পুড়ে দহনে। সময়ের গড্ডলিকায় ভাসাতে গা, আবার বাড়ালাম এক পা। বন্দনা স্তুতি বন্দনা, তুষ্ট মানুষ বলে, ‘মন্দ’ না। স্তুতিতেই যেন সব সুখ, আসলে সবারই সুখের অসুখ। অজীর্ণ ক্ষুধা আমার কাব্যে, আর সবকিছু থাক্ গে। তাই পাঠককুলে সমর্পণ চতুর্থ কাব্যগ্রন্থ, মন বলে, বেঁচে থাকি মানুষের হৃদয়ে অনন্ত।