“ঢাকা কলিকাতার যত যুদ্ধ” বইয়ের ফ্ল্যাপের কথা:
এ ধরনের বই দুই বাংলা, আসাম, ত্রিপুরায় ছাপা। এই প্রথম ভারত পাকিস্তানের দেশভাগের পর হিন্দুর হাতে হাজার হাজার মুসলমান এবং মুসলমানের হাতে অনুরূপ সংখ্যক হিন্দুর জীবনাবসান ঘটলেও এ বিষয়ে বস্তুনিষ্ঠ কোন গবেষণা হয়নি। এ গ্রন্থও গবেষণাধর্মী নয়। তবে ভারতের প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়সহ ভারতীয় নেতৃবৃন্দ যেমন এই ঘটনার নায়ক-খলনায়ক তেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, প্রেসিডেন্ট আইউব খান, জুলফিকার আলী ভুট্টো, মােনায়েম খান প্রমুখও নায়ক এবং খলনায়ক। ১৯৪৭’র দেশ বিভাগ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত। উল্লেখিত দুই দেশের শীর্ষ রাজনীতিকরা দুই দেশের সংখ্যালঘুদের ব্যাপারে যত চিঠি চালাচালি করেছেন তাই নিয়ে এই বই। এসব চিঠিতে হিন্দু মুসলমানদের অবর্ণনীয় দুঃখ কষ্টের কথা লিপিবদ্ধ হয়েছে। আর এরকম প্রামাণ্য গ্রন্থ ইতিপূর্বে আর বাংলা ভাষায় ছাপা হয়নি। ফলে দুই বাংলায় এ বইয়ের পাঠক সংখ্যা কোটি ছাড়িয়ে যাওয়ার কথা।
ঘটনাপঞ্জীতে প্রধান দুটি স্থান হিসেবে দুই রাজধানী ঢাকা ও কলিকাতার প্রসঙ্গই মুখ্য। কেননা ঢাকা তথা পূর্ব পাকিস্তানের পক্ষে বলেছে পাকিস্তান সরকার অনুরূপ কলিকাতার পক্ষে পাল্টা চিঠি টেলিগ্রাম করেছে ভারত সরকার। এ একেবারে ঢাকা ও কলিকাতার মধ্যকার যুদ্ধ।