ঠিক তেরাে বছর বয়েসে ডায়েরী লিখতে শুরু করেছিল এক সদ্যকিশােরী। তারপর দুই বছর দুই মাস। পনেরাে বছর দু-মাস বয়সী কিশােরী শেষ আঁচড় টেনেছিল ডায়েরীর পাতায়। তার ঠিক সাত মাস পরে এই পৃথিবীর জল-মাটি-হাওয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল সেই কিশােরীর। অথবা হয়নি। রয়ে গেছে। রয়েই যাবে। | সেই কিশােরীর সেই ডায়েরী, দুই বছর দুই মাসের দিনলিপি—আনা ফ্রাঙ্কের ডায়েরী।