সত্যাগ্রহ হল অহিংস প্রতিরােধের পথ। এই পন্থায় একক ব্যক্তিও শারীরিক শক্তিতে দুর্বল এবং এমন কি প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা পর্যন্ত কোন শক্তিশালী গােষ্ঠীর বিরুদ্ধে স্বাধিকারের জন্য লড়তে পারে। হিংসাত্মক যুদ্ধের মতাে সত্যাগ্রহেও জয়-পরাজয়ের সম্ভাবনা আছে। কিন্তু পরাজয়ের আশঙ্কায় অন্যায়-অবিচারের কাছে নতি স্বীকার করা অথবা শশাষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ না করে মনুষ্যত্বকে কুণ্ঠিত করা যাদের কাম্য নয়, সর্বদেশে সর্বযুগে তাদের সহায় সত্যাগ্রহ।