“আহা জীবন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মনে হয় এইতাে সেদিন স্কুলে ভর্তি হলাম, আব্বার আংগুল ধরে রাস্তায় হাটতাম। হায় কত দ্রুত দিন চলে গেল, দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম আমি, কত অপনজন চিরদিনের জন্য হারিয়ে গেল আমার জীবন থেকে। আমি বেঁচে থাকতে ভালােবাসি, প্রতিটি দিন না, আমি প্রতিটি মুহুর্ত বেঁচে থাকা উপভােগ করি। ভালাে থাকি, খারাপ থাকি, সুখে থাকি বা দুঃখে থাকি, আমি সে হিসেবে যাই না কোনদিন। আমি শুধু বুঝি, আমি বেঁচে আছি, পৃথিবীর রঙ রূপ দেখার জন্য আমি বেঁচে আছি। নানা রঙের মানুষ দেখার জন্য বেচে আছি।একেকটা মানুষ যখন চলে যায়, সাথে করে নিয়ে যায় লাখাে হাজারাে স্মৃতি। কেউ কোনদিন জানতেও পারবেনা সে গল্পগুলাে। আমি সেই দলে পড়তে চাই।