সেই যে একদিন,শখের বসে লিখেতে শুরু করেছিলাম।তখন কেবলি মনে হতো,এই যে আমার লেখালেখি,শুরুতে যার প্রেরণা ছিল,এক সময় সে হলো আমার দূরের মানুষ।আামারও লেখালেখির বন্ধ হলো।অতঃপর দীর্ঘ পনের বছর পর আবার লিখতে শুরু করেছিলাম।২০০৬ থেকে ২০১৮ এ ক’বছর তেইশটি গ্রন্থ মুদ্রিত হয়েছে আমার।সেই দূরের মানুষের সাথে আবার নতুন করে যোগাযোগ হয়েছে ত্রিশ বছর পর।কথা হয়েছে আবার কথা বলা বন্ধ হয়েছে।সেই মানুষটা এখন আর কবিতা ভালোবাসে না।কোনো কবিকেও না।কিছুদিন যেতেই আমিই কবিতা থেকে লেখালেখির অন্যসব মাধ্যমে প্রবেশ করি।যেখানে জীবন ও জগৎকে অক্ষর দিয়ে সাজানো হয়।লিপির বিন্যাস দিয়ে তৈরি করা হয় দুঃখগাঁথা।এভাবেই হয়তো একদিন থমকে যাবে জীবন।সেই জীবনের কিছু স্মৃতি কিছূ কথা হঠাৎ করেই কিছু গল্প স্মৃতির মলাটে লেখা হয়ে যাবে।সেই গল্পগুলো পাণ্ডুলিপির আয়োজনে,নতুন করে উদ্ধার করা হয়।সেইসব উদ্ধারকৃত গল্পগুলো এবার মলাটবন্দি হয়েছে ‘প্যারিস রোড’ শিরোনামে এই গল্পগ্রন্থে।