বাংলাদেশের তরুণ সমাজের কাছে চাকরি খুবই হতাশার একটা বিষয়। প্রচুর তরুণ এখন চাকরির খোঁজে দিশেহারা। সেখানে আমাদের নিজেদের দেশের প্রতিষ্ঠান পাঠাও কীভাবে তরুণ সমাজকে স্বাবলম্বী করছে সেই সব তরুণদের মাঝ থেকে বেছে ৩০জন বাইকের তাঁদের সার্ভিসের সময়কার চমৎকার সব গল্প উঠে এসেছে।