‘আন্ডার দ্যা ওয়েস্টার্ন অ্যাকাশিয়া ক্রিশ্চিয়ান জাঁক’ বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ ক্রিশ্চিয়ান জাক একজন ফরাসি লেখক ও মিশরবেত্তা। প্রাচীন মিশরকে কেন্দ্র করে তিনি বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন। এদের মাঝে সবচাইতে জনপ্রিয় হলো রামেসিস সিরিজ। তেরো বছর বয়সে, ‘হিস্টোরি অফ অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন’ বইটি দিয়ে তার প্রাচীন মিশরের রহস্যময় দুনিয়ার সাথে পরিচয় হয়। সতেরো বছর বয়সে তিনি প্রথম মিশর ভ্রমণ করেন। এরপর ইজিপ্টোলজি আর আর্কিওলজী বিষয় নিয়ে লেখাপড়া করেন। সরবোর্ন ইউনিভার্সিটিতে।
বয়স যখন তার আঠারো, তখন তিনি আটটি বইয়ের গর্বিত লেখক! তখন থেকে এ পর্যন্ত। তিনি প্রায় পঞ্চাশটিরও বেশি উপন্যাস লিখেছেন। সেই সাথে মিশর সংক্রান্ত নানা তথ্যমূলক গ্রন্থ তো আছেই। তার পাঠক নন্দিত সিরিজ রামেসিস-এর পাঁচটি বই প্রকাশিত হয়। ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সালের মাঝে প্রতিটা বই রামেসিস-এর জীবনের এক একটি অংশ নিয়ে লেখা।
প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন