আর মাত্র একটা রাত বাকি।জেগে উঠবে মগ দুস্যনেতা সিবাস্টিয়ান গঞ্জালিসের প্রেতাত্না।ঢাকা শহর চলে যাবে প্রেতাত্নাদের কব্জায়।মগ পুরোহিত ডক্টর ফ্রান্সিস তার বৈজ্ঞানিক জ্ঞানকে মানুষের বিরুদ্ধে ব্যবহার করে গঞ্জালিসকে জাগিয়ে তুলেছে।ইদ্রাকপুর দূর্গের তলদেশ থেকে সুড়ঙ্গপথ চলে গিয়েছে লালবাগ কেল্লায়।হাজার হাজার মগ প্রেতাত্না এই পথটি আগলে রেখেছে।ইদ্রাকপুর দূর্গের মোঘল সৈন্যদের আত্নারা তাদের সাথে পেরে উঠছে না।এমতাবস্থায় ঢাকা শহরকে বাঁচাতে এগিয়ে আসে দুই কিশোর জিসান ও বিপ্লব।