“সালাহুদ্দীন আইয়ুবী’র জীবনালেখ্য” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
গ্রন্থটিতে বিশুদ্ধ তথ্যের ভিত্তিতে মহানায়ক “ইউসুফ সালাহুদ্দীন আইয়ুবী” এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজনৈতিক, সামরিক, সামাজিক ও ব্যক্তিগত প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংক্ষেপে, সুবিন্যস্ত রূপে, পরিমার্জিত শব্দে আলােচনা করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।