’ভালোবাসার নির্বাস’ বইয়ের ভূমিকা:
কবিতার সঙ্গে ভালোবাসার সম্পর্ক আর ভালোবাসার সঙ্গে জীবনের। জীবন তো বহতা সময়। সময়ের সাথে বসবাস বলেই কবিতার জন্ম হয়। হোক তা সুখ-দুঃখ বা আনন্দ-বিরহের। সময়ের সাক্ষ্য বহন করে কবিতা। কালজয়ী কবিতা মহাকালের অতলান্ত স্পর্শ করে। মানুষের হৃদয় ছুঁয়েই কবিতা কল্পলোকের শব্দতরু তৈরি করে।
‘ভালোবাসার নির্বাসন’ কাব্যগ্রন্থটি দু’জন কবির যৌথ প্রয়াস। একজনের কবিতায় প্রেম-বিরহ ও পাওয়া-না পাওয়ার ভালোবাসাময় শব্দ কারুকাজ। আর অন্যজনের শব্দে শব্দে দ্রোহের প্রতিধ্বনি এবং ছত্রে ছত্রে ভালোবাসাচ্যুত নির্বাসনের বেদনা পরিস্ফুট।
কবিতাগুলো পড়ে ধারণা করা যায়, কবিদ্বয়ের মাঝে কাব্যশক্তি বিদ্যমান। কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে এ কাব্যশক্তি আরও বিকশিত হোক। জয় হোক প্রিয় কবিতার।