“বাংলাদেশ মুক্তিযুদ্ধের ডায়েরি একাত্তরের রাতদিন ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এই বইটি মুক্তিযুদ্ধ বিষয়ে কোনও গবেষণা গ্রন্থ নয়। কিংবা মুক্তিযুদ্ধের কোনও সামগ্রিক ইতিহাস নয়। ভারতের ও বাংলাদেশের রাজনৈতিক দলগুলাের ভূমিকা। স্বাধীনতার জন্য বাংলাদেশের মুক্তি বাহিনীর ত্যাগ, রক্তদান, সংগ্রাম বিষয়ে লেখকের দেখা খণ্ড ছবির বিবরণ আছে এই বইতে।
লেখা প্রসঙ্গে লেখক/দিলীপ চক্রবর্তী জানাচ্ছেন যে, নিয়মিতভাবে বিস্তৃত ডায়েরী লেখার অভ্যাস আমার কখনই নেই। সাংবাদিক হিসেবে বিভিন্ন ঘটনার তারিখ ও নােট রিপাের্টারের ডায়েরী রাখতে হয়। আমার ডায়েরীর ঐ সংক্ষিপ্ত নােট ১৯৭১ সালে কলকাতার দৈনিক কালান্তরে প্রকাশিত আমার রিপােট এবং ভারতের বিভিন্ন কাগজে লেখা আমার রিপাের্ট এবং রিপাের্টাজ এবং ঐ সময়ের বিভিন্ন ঘটনা বা আমার মনে দাগ কেটে আছে তা নিয়েই আমার এই বই।