“বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা” বইটির ‘মুখবন্ধ’ থেকে নেয়াঃ
মানুষের জানার আগ্রহ থেকেই নিউজের জন্ম। এই আগ্রহ থেকেই প্রথমে বার্তা বিনিময়, আদান-প্রদান এবং এক সময় তা লিখিত আকারে পত্রপত্রিকায় রূপ নেয়। আর বর্তমান ডিজিটাল যুগে ব্যস্ত মানুষের কাছে ইন্টারনেটে সংবাদ এখন হয়ে ওঠেছে সবচে জনপ্রিয়। ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে অনলাইনগণমাধ্যম ডিজিটাল বাংলাদেশের মূল আকর্ষণ বলেই মনে হয়।
আগামী দিনে সাংবাদিকতার চালকের আসনে অনলাইন গণমাধ্যম বসবে এটা এখন নিঃসন্দেহে বলা যায়। অনলাইন সাংবাদিকতা একটি ধারণা নয়, এটি দেশের সংবাদ-শিল্পকে টিকিয়ে রাখার শেষ অবলম্বন। বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা’ শীর্ষক গ্রন্থটিতে অনলাইন সাংবাদিকতার খুঁটিনাটি বিষয় খুব সহজ ও সরলভাবে এবং প্রতিটি বিষয় অত্যন্ত সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে। গ্রন্থটি পাঠে পাঠকরা অনলাইন সাংবাদিকতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।