“দাহ” বইটি সর্ম্পকে কিছু কথাঃ
‘দাহ’ গ্রন্থে রয়েছে একগুচ্ছ ছোটগল্প—এখানে রয়েছেন এমন এক লেখক, যিনি ব্যক্তিগত, অন্তরঙ্গ ও স্মিতহাস্য এবং একইসঙ্গে গাঢ় নৈর্ব্যক্তিক। ছোটগল্পের অনিন্দ্য বয়নকৌশলে তিনি অনিবার্য করে তোলেন তীক্ষ্ণ জীবন ও জগতের সুতীব্র সত্যের ইঙ্গিত—সরাসরি নয়; মৃদু—তবে সুতীক্ষ্ণ ও অতলস্পর্শী। এই লেখক সামান্য আড়াল থেকে অনিন্দ্য কথাশিল্পের এক ভুবন রচনা করেন।