“কবিতার মাহফিল” বই সম্পর্কে :
যার কবিতায় কেপে ওঠেছিল বৃটিশ ওপানবেশের শাসনদণ্ড; স্বাধীনতাকামী বীরের রক্তে নাচন শুরু হতাে যার কবিতায় সেই বিদ্রোহী ও প্রেমিক কবিকে নিয়ে যিনি নিরলস সাধনা চালিয়ে যাচ্ছেন, নজরুল গবেষক, ইতিহাসবিদ মাে. জেহাদ উদ্দিন এবার পা রেখেছেন কবিতার নন্দিত উঠোনে। বিশ্বাসী এই মেধাবী কবির প্রথম কাব্যগ্রন্থে মানবজীবনের লক্ষ্য-উদ্দেশ্য, মুক্তি ও কল্যাণের বারতা ফুটে উঠেছে শৈল্পিক আর মােহনীয় ভঙ্গিমায়। তার কবিতাগুলাে আমাদের ভাবনার জগতকে নাড়া দেবে। সফল ও সার্থক মানবজীবন গঠনের সাধনায় উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করতে পারে একেকটি কবিতা। পাঠক-হৃদয় আরও তৃষিত হবে তার নতুন কোনাে আবে-হায়াতের বারিতে সিক্ত হবার আকাক্ষায় এই প্রত্যাশা আমাদের। কবিতার মাহফিল হাতে তাঁকে এই অঙ্গনে স্বাগতম।