”ঢাকার নদী” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
নদীর তীরেই গড়ে উঠেছে দুনিয়ার বেশির ভাগ শহর । সিন নদীর তীরে প্যারিস, টেমসের তীরে লন্ডন, হুগলির তীরে কলকাতা। তেমনি বুড়িগঙ্গার তীরে ঢাকা। বুড়িগঙ্গার তীরে বসতি শুরু হয় হাজার বছর আগে । ঢাকার চারপাশে চারটি নদ-নদী। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা।