“পয়েট অব একাউন্টিং” বইটির সম্পর্কে কিছু কথাঃ
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তােমরা যারা হিসাববিজ্ঞানের শিক্ষার্থী তাদের সামগ্ৰীক কল্যাণার্থে আমার এই ক্ষুদ্র প্রয়াস “Poet অব Accounting” হিসাববিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের হিসাববিজ্ঞানের প্রতি ভয়-ভীতি দুর করার জন্য, হিসাববিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য, হিসাববিজ্ঞানের উপর প্রকৃত ও বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য, হিসাববিজ্ঞানের প্রতিটি বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করার জন্য এবং হিসাববিজ্ঞানের যে কোন পরীক্ষায় ভালাে ফলাফল অর্জনের জন্য আমার এই চেষ্টা। আমি আল্লাহর উপর ভরসা করে নির্ধিদায় বলতে পারি যে, তােমরা যারা এই বইটি পড়বে তারা অবশ্যই হিসাববিজ্ঞান সংক্রান্ত অতি মজবুত মৌলিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। কেননা এই বইটিতে প্রতি বিষয়বস্তু ছন্দে ছন্দে অত্যন্ত সহজ-সরল ভাষায়, সংজ্ঞা, ব্যাখ্যা এবং চিত্রসহ বাস্তব ধর্মী উদাহরনের সাহায্যে ব্যাখ্যা-বিশ্লেষন করা হয়েছে। এই বইটিতে প্রতিটি বিষয় সম্পর্কে অত্যান্ত বাস্তব ধর্মী চুলছেরা ব্যাখ্যা-বিশ্লেষন করা হয়েছে। যা তােমরা অতি সহজেই বুঝতে পারবে এবং চিরদিন মনে ধারন করে রাখতে পারবে বলে আমার বিশ্বাস। এমনকি ইচ্ছা করলেও ভুলতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একজন হিসাববিজ্ঞানের ছাত্র এবং আমি দীর্ঘ দিন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদেরকে প্রকৃত ও বিশুদ্ধ হিসাববিজ্ঞান শিখানাের চেষ্টা করছি। সেই ২০০০ সাল থেকে আমার শিক্ষতা জীবন শুরু হয় তখন আমি একাদশ শ্রেণীর ছাত্র। আমার এই দীর্ঘ শিক্ষতা জীবনে অসংখ্য ছাত্র-ছাত্রী নিয়ে কাজ করেছি। আমি দেখিছি অধিকাংশ ছাত্র-ছাত্রীরা হিসাববিজ্ঞান না বুঝে না শুনে অজ্ঞ অবচেন মনে শুধু মুখস্ত করে এবং তাদের বেসিক নলেজের ব্যপক অভাব। আর এই বেসিক নলেজের অভাবে তারা পরীক্ষায় ভাল ফলাফল করতেতাে পারেই না বরং হিসাববিজ্ঞান বিষয়টিকে দারুন ভয় পায়। আর যারা মােটামুটি ভাল ফলাফল করতে পেরেছে তাদের অধিকাংশই মুখস্ত বিদ্যা ব্যবহার করেছে। অর্থাৎ তারা হিসাববিজ্ঞানের বিষয়বস্তু গুলাে না বুঝে মুখস্ত করেছে এবং মুখস্ত বিদ্যা দিয়ে পাশ করেছে বা ভাল নাম্বার পেয়েছে। যদিও বুঝে বুঝে পড়ার এবং বেসিক নলেজ সমৃদ্ধ শিক্ষার্থীও রয়েছে তবে তাদের সংখ্যা খুবই কম, হাতে গুণা কয়েক জন। এমন শিক্ষার্থীদের প্রতি শুভকামনা রইল।