“বিসিএস প্রিলিমিনারি (১০-৩৮তম) এনালাইসিস” বইটির কেন এই বই অংশ থেকে নেয়াঃ
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির জন্য অতীতের বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র সম্পবে সম্যক ধারণা রাখা অত্যন্ত প্রয়ােজনীয়। কেননা প্রশ্নের রূপ-প্রকৃতি, প্রশ্নের ধরন, সময়ে সময়ে প্রশ্নের গতি পরিবর্তন (সিলেবাসের আলােকে), প্রশ্নপত্র প্রণয়নের ধারাবাহিক প্রবণত ও প্রশ্নগুলাে সম্পর্কে ভালাে করে অধ্যয়ন না করলে প্রিলিমিনারি প্রস্তুতিতে গলদ থেকে যায়। যে কোনাে বিসিএস পরীক্ষা-প্রার্থীর উচিত প্রস্তুতির প্রথম দিকেই অতীতের বিসিএস প্রশ্নগুলে সম্পর্কে বিস্তারিত জানা এবং তার উপর ভিত্তি করে আসন্ন বিসিএস পরীক্ষা প্রশ্নপত্র সম্পবে পূর্বানুমানের মাধ্যমে সঠিকভাবে নিজেকে প্রস্তুত করা। আলােচ্য বইয়ে ১০ম-৩৮তম BCS প্রিলিমিনারি প্রশ্নের (রেফারেন্স বই, পাঠ্যবই, সরকারি বেসরকারি ওয়েবসাইট, অর্থনৈতিক সমীক্ষা, উইকিপিডিয়া, দেশি-বিদেশি পত্রিকা ও অন্যান উৎসের আলােকে) আপডেট ব্যাখ্যাসহ নির্ভরযােগ্য সমাধান করে দেওয়া হয়েছে। শুধু বিসিএস পরীক্ষা-প্রশ্ন নিয়ে সাজানাে বইটি প্রার্থীদের চাহিদা মেটাতে সক্ষম হবে এবং বইটির উপযুক্ত অধ্যয়ন অন্যান্য প্রার্থীদের থেকে নিজেকে এগিয়ে রাখতে সহায়তা করবে।