আবৃত্তি, পাঠ, সংবাদ উপস্থাপনা, উপস্থাপনা বা সঞ্চালনা, শ্রুতিঅভিনয়, গল্প বলা, ডাবিং, পাপেট-কার্টুন-বিজ্ঞাপনকণ্ঠ — এসবই বাচিকশিল্প ; প্রয়োগশিল্প। প্রত্যেকটি আলাদা শিল্পমাধ্যম। এসব শিল্পমাধ্যমের মিল-অমিল কোথায়, বিশেষত আবৃত্তি কাকে বলে, আবৃত্তির কৌশলগত দিক কোনগুলো, কবিতা পাঠে এবং আবৃত্তি নির্মাণে শিল্পীর জীবনবোধ কতটা জরুরি ; আবৃত্তির সঙ্গে এর পাশাপাশি অবস্থানরত অন্যান্য শিল্পমাধ্যমের পারস্পরিক নৈকট্য বা দূরত্ব কতখানি — তা খুঁজে বের করার প্রয়াস নিয়েছেন আবৃত্তিকার, নির্দেশক, কথাসাহিত্যিক এবং সাংবাদিক ইকবাল খোরশেদ। সাহিত্যের মুগ্ধ ছাত্র হিসেবে কবিতার সাথে বসবাস তার দীর্ঘদিন। কবিতার কাঠামো কত রকমের হতে পারে, কোথায় পাওয়া যায় কবিতার হৃৎস্পন্দন — এসবের আধুনিক ব্যাখ্যা ও সাবলীল আলোচনায় ঋদ্ধ ‘কবিতা ও আবৃত্তির কথা’ গ্রন্থটি।