“রোগ নিরাময়ে ভেষজ উদ্ভিদ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
‘ভেষজ উদ্ভিদ’ শব্দটি আজ বহুল পরিচিত একটি শব্দ। এদেশে এমন মানুষ পাওয়া যাবে না, যিনি ভেষজ উদ্ভিদ ব্যবহারে অভ্যস্থ নন। কোনােরূপ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ভেষজ উদ্ভিদ আমাদের রােগ মুক্তি দেয় বলে আজ বিশ্বে এর জয়গান। বইটিতে তেমনি রােগ নিরাময়ে ভেষজ উদ্ভিদকে কিভাবে কাজে লাগিয়ে আমরা উপকৃত হতে পারি সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। সকল সচেতন মানুষের কাছে তাই বইটির গুরুত্ব অত্যাধিক। বইটি পাঠকের সর্বোপরি কল্যাণ সাধন ছাড়াও ভেষজ উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যারা পড়ালেখা ও গবেষণা করছেন, তাদেরও উপকারে আসবে।