১৯৭০ থেকে ১৯৭৪-এর মধ্যে প্রকাশিত সাতটি গল্প নিয়ে এই সংকলনটি গ্রন্থিত হয়েছে। ‘একাত্তরের গল্প’ নামকরণের পেছনে মুক্তিযুদ্ধের চেতনা কাজ করেছে। যে কারণে গল্পগুলাের মূলে একটি অভিন্ন সুর লক্ষ করা যাবে। যদিও কালের মধ্যে যথেষ্ট ব্যবধান আছে, তবুও গল্পগুলাে বাছাই ও বিন্যাসে যতদূর সম্ভব কালিক পারম্পর্য রক্ষা করার চেষ্টা করেছি। এ ব্যাপারে কতদূর সফল হয়েছি, সে বিচারের ভার সুধী পাঠক-সমাজের ওপর অর্পণ করে ও বর্তমান মুদ্রণে নতুন একটি গল্প সংযােজিত করে এখানেই ইতি টানছি।