আইজ্যাক বাশেভিস সিঙ্গারকে বিগত শতকের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক বলে অভিহিত করা হয়।একদিকে রাজনৈতিক চিন্তার রক্ষণশীলতা,অন্যদিকে অনুভূতির প্রাবল্য ও তৃষ্ণার উভয়মুখী দ্বন্ধ তাকে বিশিষ্টতা দিয়েছে।যথার্থ অর্থেই সিঙ্গার ছিলেন নিজের কালের অন্যতম প্রভাববিস্তারী লেখক। ১৯৩৫ সালে একেবারে শূণ্য হাতে মার্কির যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।সেই অভিজ্ঞতা নিয়ে ১৯৮১ সালে রচনা করেন ‘লস্ট ইন আমেরিকা’।’আমি কেমন করে আমেরিকায় হারিয়ে গিয়েছিলাম’ ওই বইয়ের বঙ্গানুবাদ।আমেরিকাতে আসা সিঙ্গারের জন্য কেবল ভৌগলিক স্থান পরিবর্তনের বিষয় ছিল না,তরুণ লেখক যেন অন্ধকার যুগ ২০ শতকের আলোকিত এক জগতে প্রবেশ করেছিলেন।তিক্ত সব অভিজ্ঞতার মধ্য দিয়ে সিঙ্গার নিউ ইয়র্ক নগরীতে পৌঁছেছিলেন।তারপর চিরকালের জন্য সেখানে থিতু হয়েছিলেন-আর কোনদিন নিজ জন্মভুমি পোল্যান্ডে ফিরে যাননি।লেখকের জীবনের এই ছোট্ট আখ্যানটি পড়ে পাঠক এক অনির্বচনীয় আনন্দে উদ্ভাসিত হবেন-এই আমাদের প্রত্যাশা।