ভাইভা সম্পর্কিত গুরুত্বপূর্ণ টিপস
চাকরি নিয়ােগ বা ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বা ভাইভা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় ভালাে করলেও নিয়ােগপ্রাপ্তির বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হয় ভাইভা বাের্ডে নিজেকে একজন যােগ্য প্রার্থী হিসেবে উপস্থাপনের মাধ্যমে। কিন্তু প্রার্থীর জন্য এটা অনেক ক্ষেত্রেই আতঙ্কজনক। তবে আতঙ্ক বা উদ্বেগকে দূরে সরিয়ে রেখে ভাইভায় ভালাে ফল করার জন্য মানসিক দৃঢ়তা বজায় রাখা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে সব সময় মাথা ঠাণ্ডা রেখে, বিচলিত না হয়ে এবং ধীরস্থিরভাবে ভাইভা দিতে হবে। নিজের সম্পর্কে কখনও হীন ধারণা পােষণ করা যাবে না। সবসময় ইতিবাচক কথা ভাবতে ও বলতে হবে। সর্বোপরি, মানানসই ও নিখুঁত ভাইভা দিতে হলে এক কথায় প্রয়ােজন আকর্ষণীয় পােশাক-আশাক, কথাবার্তায় দৃঢ়তা, সফল হওয়ার মনােভাব, প্রয়ােজনীয় যােগ্যতা এবং নিজের ওপর আস্থা। মানসচক্ষে সাফল্যকে অনুভব করতে পারলে তা অর্জন করাও অনেক সহজ হয়ে যায়।