বাংলা একাডেমি ও একুশে পদক প্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহার ‘বিনি সুতোয় গাঁথা’-তে রবীন্দ্রনাথ বিষয়ে বারোটি দুর্মূল্য ধরনের প্রবন্ধ রয়েছে। এসবের কোনো কোনোটিতে লেখক যেমন নিজস্ব ব্যক্তিগত ভাবনা বিশ্লেষণ করেছেন, তেমনি করেছেন অন্যদের ভাবনার নিপুণ পর্যালোচনাও। মূলত দেশ-বিদেশের নানা অনুষঙ্গে রবীন্দ্রনাথ সম্পর্কিত অজানা বা কম প্রচারিত তথ্য, কৌতূহল উদ্দীপক প্রসঙ্গ এবং সমসাময়িক ভিন্নতর ব্যঞ্জনার অনন্য সংমিশ্রণ ‘বিনি সুতোয় গাঁথা’। সাধারণ পাঠক বা গবেষক যিনিই হোন না কেন বর্ণাঢ্য রবীন্দ্রনাথকে আরো ভালোভাবে বুঝতে হলে এই বই পাঠের বিকল্প নেই। নিশ্চিতভাবেই এই গ্রন্থপাঠে আগ্রহীরা ঋদ্ধ হবেন।