“সহজে নাহব শিখব” বইটির ‘আমাদের কথা’ অংশ থেকে নেয়াঃ
২০০০ সালের কথা। রমযানের পর জামিয়া মালিবাগের উস্তাদদের মজলিসে উল্লিখিত সমস্যাগুলাে নিয়ে সুদীর্ঘ আলােচনার পর নাহবমীর কিতাবটি বাংলা ভাষায় পড়ানাের সিদ্ধান্ত হল। আমি তখন আমার পাণ্ডুলিপিটি উপস্থাপিত করলাম। তখন আমাকে তা আরাে পরিমার্জিত করে প্রশ্নমালা ও ব্যাপক গঠনমূলক অনুশীলনীর মাধ্যমে সুসজ্জিত করার পরামর্শ দেয়া হল। আর আগামী বৎসর থেকে তা পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করার আশ্বাসও দেয়া হল।
তারপর শুরু হল দীর্ঘ মেহনত ও মুজাহাদার এক নতুন অধ্যায়। তারই ফসল সহজে নাহব শিখব গ্রন্থটি। এতে সহজ-সুন্দর, সাবলীল ভাষায়, গঠনমূলক বৈচিত্রময় অনুশীলনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশক্তিকে শাণিত করার চেষ্টা করা হয়েছে। সুপ্ত মেধার বিকাশের চেষ্টা করা হয়েছে।
শিক্ষার্থীকে আত্মবিশ্বাসে বলিয়ান হওয়ার চেষ্টা করা হয়েছে। তাই আমার আশা ও বিশ্বাস, নবীন ছাত্রদের জন্য এ গ্রন্থটি বেশ উপকারী হবে। ফলপ্রসু হবে। সহজেই তারা আরবি ব্যাকরণ শাস্ত্রকে হৃদয়ঙ্গম করতে পারবে। আয়ত্বে আনতে পারবে।