“আমি রাগ কমাতে চাই” বইটির সম্পর্কে কিছু কথাঃ
রাগ মানবিক আবেগের অংশ বিশেষ। তবে অনিয়ন্ত্রিত রাগ মারাত্মক ক্ষতিকারক। জ্ঞানীরা বলেন, রাগ হলো বারুদের গুদামের মতো। আগুনের স্ফূলিঙ্গের ছোয়ায় সব কিছু ধ্বংস করে দিতে পারে এই রাগ। কি ভাবে রাগ কমাতে হয় তা জানানা দরকার।