‘জাতির পিতা বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ (১ম খণ্ড)’ বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেমন ছিল ব্যবহার, তেমনি তার আকর্ষণীয় ব্যক্তিত্ব। তাঁর আবেগময় ও জ্বালাময়ী ভাষণে মানুষ সম্মোহিত হতো। সমগ্র জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন তার এই সম্মোহনী ব্যবহার ও ভাষণের মাধ্যমে। ভাষণের মাধ্যমেই তিনি অবহেলিত নিস্পেষিত বাঙ্গালী জাতিকে জাগিয়েছেন মুক্তির মন্ত্রে। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বীর বাঙ্গালী ঝাঁপিয়ে পরে যুদ্ধে, ছিনিয়ে আনে স্বাধীনতা। তাঁর ভাষণে রয়েছে জাতিকে মুক্ত করার সুস্পষ্ট পরিকল্পনা। জাতির জন্য ভাষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন সংগঠনেরও এগুলো সংরক্ষণ করা উচিত।