“শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
একবিংশ শতাব্দীতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি সারা বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে নেই। প্রযুক্তি উন্নয়নের কল্যাণে এর ব্যবহার দেশের প্রত্যেক গ্রামাঞ্চলে ছড়িয়ে গেছে। দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমে আধুনিক তথ্য ও যােগাযোেগ প্রযুক্তি কম-বেশি ব্যবহৃত হচ্ছে। প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ শ্রেণি কার্যক্রমে তথ্য ও যােগাযােগ প্রযুক্তিকে সমন্বয় করতে সক্ষম হচ্ছেন। জাতীয় শিক্ষানীতি-২০১০ এবং শিক্ষাক্রম উন্নয়ন ২০১৩ এখানে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির উপর অত্যধিক গুরুত্বারােপ করা হয়েছে। আইসিটি মহাপরিকল্পনা ২০১২-২০২১ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ সরকার আইসিটি নীতিমালা প্রণয়ন করেছেন। মূল উদ্দেশ্য, দেশের প্রত্যেক ছাত্র-ছাত্রী তথা প্রত্যেক নাগরিক যাতে আইসিটি সম্পর্কে ধারণা অর্জন করে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, সেভাবে গড়ে তােলা।