“লিটল বুক সিরিজ অফ ডাইনোসর” বইয়ের প্রথম পৃষ্ঠার লেখা:
ডাইনােনিকাস জাতের ডাইনােসরা আকারে ছিল রয়েল বেঙ্গল টাইগারের। মত কিন্তু এরা হাতির মত বিশাল আকারের প্রাণীদেরও শিকার করে খেতে পারত। এদের হাতে-পায়ের আঙুলের মাথায় ছিল তীক্ষ্ণ নখ আর মুখে ছিল ধারালাে দাঁত। ডাইনােনিকাসরা খুব দ্রুত দৌড়াতে পারত।