বইটির লেখকের কথাঃ
আল্লাহ তায়ালা কর্তৃক মানব জাতির আদি পিতা হযরত আদম (আ) এবং মাতা হযরত হাওয়া (আ)-এর মাধ্যমে মানব জাতির বিকাশ করে মানব জাতিকে নারী ও পুরুষ এই দুই ভাগে বিভক্ত করার মধ্যে গভীর হেকমত রয়েছে। নারী পুরুষ হওয়ার উপর ভিত্তি করে নয়, বরং এই পৃথিবীতে আসার পর মানুষের ঈমান ও সৎকর্মের উপর ভিত্তি করে এই দুনিয়া ও আখিরাতে আল্লাহর কাছে মানুষের মর্যাদা নির্ধারিত হয়। মহান আল্লাহ যেহেতু নারী ও পুরুষ জাতির স্রষ্টা, তাই তিনি তাদের যথাযথ মর্যাদা ও অধিকার সম্পর্কে সবচেয়ে বেশি অবহিত। অপরদিকে আল্লাহ তায়ালার কাছে একমাত্র গ্রহণযােগ্য দ্বীন হল ইসলাম। আর ইসলাম নারীকে যথাযােগ্য মর্যাদা প্রদান করেছে। কিন্তু অনেক নারীবাদী আছেন যারা ইসলাম বিদ্বেষ থেকে অথবা ইসলামে নারীর অবস্থান সম্পর্কে না জানার কারণে অথবা ইসলামে নারীর অবস্থান সম্পর্কে ভূল জানার কারণে ইসলামে। নারীর অবস্থান নিয়ে অযৌক্তিক সমালােচনায় লিপ্ত থাকেন।