সম্ভবত ইংরেজি সংস্কৃতির সঙ্গে ওতপ্রােতভাবে জড়িয়ে যাওয়া লেখকটির নাম তুলতে গেলে তার নামই নিতে হবে। ইউ.এস.এ টুডে-তে তাঁকে আখ্যা দেওয়া হয়েছে। ‘দ্য কিং অফ প্যারাবলস’, কঠিন বিষয়বস্তু ধরে তার সহজ এক সমাধান আর ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি কিংবদন্তি। তাঁর বইগুলােয় গভীর অন্তর্দৃষ্টি লক্ষ্য করা যায়। লক্ষাধিক লােক তার রচনা পড়ার কারণে আগের থেকে সুখী এবং কম ঝামেলার জীবনযাপন করছেন। তেরােটা নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার লিখেছেন তিনি, তাদের মধ্যে আছে এক নম্বরে থাকা হু মুভড মাই চিজ? অ্যান এমেজিং ওয়ে টু ডিল উইথ চেঞ্জ, এবং দ্য ওয়ান মিনিট ম্যানেজার, সহলেখক কেন ব্ল্যানচার্ড-এ সঙ্গে মিলে লিখেছেন দ্বিতীয়টা। ড. জনসন সাইকোলজির ওপর বিএ করেছিলেন ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়, এমডি করেছিলেন রয়াল কলেজ অফ সার্জনসে। মেয়াে ক্লিনিক ও হার্ভার্ড মেডিকেল স্কুলে তিনি মেডিকাল ক্লার্কশিপ করেন। এই মুহূর্তে স্পেন্সর জনসনের পাঁচ কোটি বই দুনিয়ার আনাচে কানাচে পড়া হচ্ছে, ৪৭টি ভিন্ন ভাষায়।