“মনের বাগান” বইয়ের ফ্ল্যাপের লেখা:
রনি তপুকে বিয়ে করে ক্যালিফোর্নিয়া ফিরবে। পথে তিনটে দিন প্যারিসে মধুচন্দ্রিমা যাপন। পাসপাের্ট হারায় রনি। ছুটে আসে তপুর বন্ধু খালেদ। শিল্পী ক্লদ মনের বাড়ি দেখতে যায় তিনজনে। এরপর সেই কুখ্যাত ঘটনা। প্যারিসে সন্ত্রাসবাদী আক্রমণের মুখােমুখি হয়। তারা। কী হয় রনির? কী হয় তপুর? জীবন কোন দিকে বাঁক নেয় দ্রুত?