“দরবারি শিল্পের স্বরূপ মুঘল চিত্রকলা” বইয়ের পিছনের কভারের লেখা:
বাঙলা ভাষায় ভারতীয় শিল্পকলার কোনাে বিশেষ কালপর্ব বা পরম্পরার ইতিহাসগ্রন্থ বিরল। শিল্পগ্রন্থের এই ক্ষীণতােয়া প্রবাহেও গভীর শিল্পানুধ্যান ও প্রখর ইতিহাসবােধের গুণে ব্যতিক্রমী এই রচনায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দীর্ঘদিন অধ্যাপনায় নিয়ােজিত বিদুষী ড. রত্নাবলী চট্টোপাধ্যায় মুঘল চিত্রকলার যে ইতিহাস তুলে ধরেছেন, তাতে যে শুধু মুঘল দরবারের বিপুল জাঁকজমকের আড়ালে দরবার ও শিল্পীর সম্পর্কের এক জটিল বৃত্তান্ত উন্মােচিত হয়, তা-ই নয়, তার সঙ্গে সঙ্গেই পাঠক চিনতে পারেন এই চিত্রকলার সূক্ষ্ণাতিসূক্ষ্ণ লক্ষণ, তার আঙ্গিকের বিবর্তন, সমকালীন ইয়ােরােপীয় চিত্রকলার সঙ্গে তার পারস্পরিক গ্রহণ-পরিগ্রহণ। আর এইসবই চিত্রিত হয় পৃথিবীর বহু সংগ্রহশালা থেকে সুনির্বাচিত দৃষ্টান্তের সমাহারে।