“কাঁকর” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
…সেই থেকে কাঁকর ঘর ছাড়া, লক্ষ্মীছাড়া। সাহিত্যিক বা লেখক হতে পারল না, কিন্তু বেপরােয়া আর ভ্যাগাবন্ড হয়ে গেল। এতেই যেন কাঁকরকে বেশ মানায়। তার কথার সঙ্গে কাজের মিল নেই, কাজের মিল নেই আদর্শের সঙ্গে, এমনকী আদর্শেরও মিল নেই মনের সঙ্গে। প্রাণ শুধুই খোঁজে বিচিত্র্যতা, নতুনত্বের বিচিত্রতা। প্রচলিত জীবনের সঙ্গে কোনও সংগতি নেই, পথ চলতে অদ্ভুত সবকিছুর এক আত্মীয়তা ঘটে তার সঙ্গে। এই সম্পর্কের প্রবল ঝাপটায় প্রচলিত সবকিছু যেন কেঁপে ওঠে।