“পয়েন্ট ব্ল্যাঙ্ক” বইয়ের পেছনের কভারে লেখা:দেখুন শিকার কিভাবে শিকারি হতে চলেছে। পারকারকে চিনুন, ষােলােআনা পেশাদার এই ব্যক্তি একজন ডাকাত, এমন লােক যার হৃদপিণ্ড ইস্পাত দিয়ে তৈরি। সে সবচেয়ে প্রাচীন আইনে বিশ্বাসী। জীবনের বিনিময়ে জীবন। সফল একটা দাও মারার পর মেল রেসনিক। সুযােগ করে নিয়ে তার পিঠে ছুরি মারল, গায়েব করে দিল আঠারাে লাখ। ডলার, কাছে টেনে নিল তার স্ত্রী লিনকেও। বড় ভুল। তারা ভেবেছিল পারকারের লাশ ফেলে রেখে এসেছে, কিন্তু পারকার তাদের বুলেটকে। ফাকি দিয়ে বেঁচে গেছে, এখন সে ফিরে এসে খুঁজছে ওদেরকে, নিজের পেছনে রেখে যাচ্ছে লাশের সারি। ক্রাইম থ্রিলার পয়েন্ট ব্যাঙ্ক ক্লাসিক। মুভির মর্যাদা পেয়েছে, একমত হতে হবে আপনাকেও।