“অন্তহীন শূন্যতা” বইয়ের পেছনের কভারে লেখা:কিছু কথা ভিন্ন ভিন্ন আঙ্গিকের পাঁচটি বিচিত্র রচনা নিয়ে একটি ব্যতিক্রমধর্মী গল্প সংকলন অন্তহীন শূন্যতায়। একটি মৌলিক ওয়েস্টার্ন উপন্যাসিকা আর চারটি অনুবাদকৃত গল্প স্থান পেয়েছে সংকলনটিতে। রূপান্তরিত রচনাগুলির মধ্যে আছে সায়েন্স ফিকশন, হরর স্টোরি, গােয়েন্দা কাহিনি, রম্য রচনা ইত্যাদি। মূলত পাঠকদের রুচির ভিন্নতার কারণেই এ ধরণের ব্যতিক্রমী প্রয়াস।