ঘুণে ধরা ব্যর্থ সামজিক শিক্ষার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ইন্টারনেট জগতে সাড়া ফেলে দিয়েছেন ব্লগার মার্ক ম্যানসন। তার লেখা এই বইটি তিন মিলিয়ন কপিরও বেশি বিক্রি হয়েছে। পাঠকের কাছে নিজের লেখাকে গ্রহণযোগ্য করে তুলতে মিথ্যে প্রয়াসের আশ্রয় নিতে আগ্রহী নন লেখক। বর সমাজের তিক্ত সত্যিগুলোকেই তুলে ধরেছেন স্পষ্টভাবে। প্রচলিত আদিখ্যেতার বিরুদ্ধে এই বইটি আক্ষরিক অর্থেই প্রতিষেধকের মতো। সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি হলো, “সবার পক্ষে অসাধারণ হওয়া সম্ভব নয়।” সমাজে সাফল্য এবং ব্যর্থতা দুই-ই আছে। হয়তো কোনটা অন্যায্য, আবার কোনটা আপনার ব্যর্থতা। লেখকের বিশ্বাস-েইতিবাচক দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক ফল বয়ে আনে না। ম্যানসন নিজেদের ভূল-ভ্রান্তি, সীমাবদ্ধতা দেবার আহ্বান জানিয়ে যাচ্ছেন অবিরত। জোর করে ভাল থাকার প্রয়াস সমাজকে গ্রাঁস করে চলেছে। বইটি নি:সন্দেহে সমাজের এসব প্রচলিত ধ্যান-ধারণা ও বিশ্বাসের প্রতি চপেটাঘাত।