মতি পাগলের হাঁটা হঠাৎ স্বাভাবিক হয়ে যায়। মিতুলদের সন্দেহ হয় তারা পাগলের পিছু ছাড়ে না। দূর থেকে তারা লক্ষ্য করে মতি পাগল জঙ্গলের দিকে হেঁটে যায়। মিতুলরাও কিছু দূর সামনে এগােয় জঙ্গলের চারিদিকে অন্ধকার। কিছু দেখা যায় না। মতি পাগলের সামনে হঠাৎ আলাে দেখতে পায় তারা। আলাের পিছন পিছন সামনের দিকে এগিয়ে যায় মতি পাগল। মিতুলরা থমকে দাঁড়ায়। পােড়াবাড়ির ওদিক থেকে মানুষের কণ্ঠ ভেসে আসে। এই জঙ্গলে দিনের বেলা কেউ আসতে পারে না। আর রাতে? টুলু বলে, ‘আরে চল। আরেকটু গিয়ে দেখি…’