“মমির অভিশাপ” বইয়ের পেছনের কভারে লেখা:মি. কার্টার বললেন, তারিক এদিকে দেখাে। আমাদের সামনে দুটি কালাে মূর্তি। আমার মনে হয় এটা তুতান খামুনের মূর্তি। দুই মূর্তির মাঝে একটা নতুন দরজা। আমার সাথে কে কে ঢুকতে চাও ভিতরে? লর্ড কার্নারভান তার সাথে ভিতরে ঢুকতে চাইলেন। কিন্তু আমি এবং এ্যাভিলিন অনেক ভয়ার্ত ছিলাম । আমার মনে হচ্ছিল এই অন্ধকার বড় গরম ঘরটায় তুতান খামুনের আত্মা আমাদের চারপাশে ঘুরাঘুরি করছে । এখান থেকে বাইরে ঠান্ডা জায়গায় ছুটে যেতে ইচ্ছে করছিল আমার।