পুরুষপাঠ-এ শুধু পুরুষের গল্প নয়; পুরুষের ভেতরে নির্বিবাদে বসে থাকে যে নিঃসঙ্গ মানুষ, সে কখনাে শুধুই পুরুষ হতে পারে না। তার ক্রমাগত ক্ষয়ে যাওয়া, যাপিত জীবন হতে উৎসারিত বেদনা, তাকে বহু রূপে প্রকাশিত করে। এক মানুষে বিরাজমান হাজারও মানুষের সে সকল অচর্চিত গল্পে ক্যামােফ্লেজ হিসেবে থাকে হৈচৈয়ের আড়াল, মুখােশের অবয়ব; আর ভেতরে ভেতরে থাকে আদিম প্রভুত্ব অথবা প্রভুত্বহীনতার অদৃশ্যমান টানাপােড়েন। পুরুষের প্রণয় নারীকে একদিকে যেমন করে তােলে মহান অপরদিকে তেমনি তাদের উন্নাসিকতার বিপরীতে নারীর ক্লেদ-গ্লানি-হতাশা, হিংসা-দ্বেষ ও অসহায় আত্মসমর্পণ তাকে উৎসাহী করে ধীরে ধীরে পুরুষ হয়ে উঠবার অবদমিত আকাঙ্ক্ষায়। এভাবে নারী তৈরি করে তার সুনিশ্চিত পরাজয়ের পথ-পরিশেষ; তাদের যৌথ লক্ষ্যভেদী স্বপ্নপূরণে এক অসম উপসংহার। মানুষে মানুষে এই যে দ্বৈতয়িক সম্পর্ক সেখানে এখনাে অপাঠ্য রয়ে গেছে অনেক পৌরষ-অপৌরষের গল্প, বেদনার কথােপকথন ও সহমর্মিতার আখ্যান। ধীর অনুভবের সে সকল জটিল জগৎ পাঠে আগ্রহ যাদের গ্রন্থটি তাদের জন্য।